আমেরিকার নির্বাচনী দৌড় থেকে জো বাইডেনের প্রস্থান নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে হুবহু। তিনি বলেছিলেন জো বাইডেন সরে দাঁড়াবেন মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে। দিনক্ষণও বাতলে দিয়েছিলেন। চাঁদের অবস্থানও। অবিকল নাকি তা মিলে গিয়েছে! সেই জ্যোতিষীই এবার জানালেন হোয়াইট হাউজে কে বসতে চলেছেন। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী অ্যামি ট্রিপ।
অ্যামি ট্রিপ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াবেন জো বাইডেন। তা মিলে যেতেই চর্চায় উঠে এসেছেন মার্কিন এই জ্যোতিষী। দাবি করা হয়েছে, তিনি নাকি ২০২০ সালেই বলে দিয়েছিলেন ২০২৪-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেমোক্র্যাটদের প্রার্থী হবেন কমলা হ্যারিস। যা প্রায় মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। এবার ট্রাম্পকে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন তিনি। জানিয়ে দিলেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান নেতাই। এক মার্কিন সংবাদমাধ্যমের সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।
‘ইন্টারনেটের সবচেয়ে কুখ্যাত জ্যোতিষী’র তকমাধারী মহিলা বলছেন, ট্রাম্প নিজেদের পেশাগত সাফল্যের চুড়োয় পৌঁছনোটা উপভোগ করছেন। এমনকী, এবার ক্ষমতায় এলে আরও বেশি করে 'অদ্ভুত আচরণ'ও নাকি করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই বর্ষীয়ান নেতা!