ইউক্রেন সংকটের (Ukraine Crisus) প্রেক্ষিতে এই প্রথম রাশিয়ার (Russia) বিরুদ্ধে ভোট দিলেন এক ভারতীয় বিচারপতি। তবে তার সঙ্গে ভারতের কূটনৈতিক অবস্থানের সম্পর্ক নেই।
আন্তর্জাতিক আদালতে যেইল বেঞ্চের সামনে ইউক্রেনে রুশ হামলা বন্ধের মামলার শুনানি চলছে, তাতে রয়েছেন মোট ১৫ জন বিচারক। তাঁদের মধ্যে বুধবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দেন ১৩ জন বিচারক। পক্ষে ছিলেন মাত্র ২ জন। উল্লেখ্যযোগ্য ভাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া বিচারকদের মধ্যে ছিলেন এক ভারতীয় বিচারকও। বিচারক দলবীর ভাণ্ডারী এদিন রাশিয়াকে যুদ্ধ বন্ধের নির্দেশে পক্ষে ভোট দেন।
দলবীর বর্তমানে আন্তর্জাতিক আদালতে নিজের দ্বিতীয় মেয়াদে রয়েছেন। এর আগে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক আদালতে ছিলেন। এরপর ভারতের তরফে তাঁকে ফের মনোয়ন দেওয়া হলে ব্রিটেনের মনোনীত প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক আদালতে নিজের জায়গা করে নেন দলবীর।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুতে প্রথম থেকেই নিরপেক্ষ থেকেছে ভারত। এক মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যে একাধিক বার আন্তর্জাতিক ক্ষেত্রে ভোটাভুটি হলেও প্রতিবারই তা এড়িয়ে যাওয়া হয়েছে।