কর্ণাটকের হিজাব ইস্যুতে এবার সরব হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি ফুটবলার পল পোগবা (Manchester United footballer Paul Pogba) কর্ণাটকের (Karnataka) গন্ডী ছাড়িয়ে হিজাব ইস্যু (hijab) ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন পোগবা। তিনি লিখেছেন ভারতে হিজাব পরিহিত মুসলিম মহিলাদের বিরক্ত করা থামছে না। হিন্দুত্ববাদী জনতা এই কাজ করে চলেছে। স্বাভাবিক ভাবেই এই ভিডিও বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
ম্যান ইউয়ের এই ফরাসি ফুটবলারের মা মুসলিম সম্প্রদায়ের।
এর আগে কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে সরব হয়েছিলেন মালালা ইউসুফজাই। স্কুল কলেজে হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন নোবেলজয়ী।