দীর্ঘ টালবাহানার পর টিকাকরণ বিরোধী প্রতিবাদীদের সরিয়ে দিল কানাডার পুলিশ। পার্লামেন্ট সংলগ্ন রাস্তা খালি করে দেওয়া হয়েছে।
টিকাকরণ (Vaccination) ও করোনা সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে একশ্রেণির নাগরিকের বিক্ষোভে উত্তাল কানাডা (Canada)। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে আন্দোলন। টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা বিক্ষোভকে থামাতে এবার সক্রিয় হল কানাডার (Canada) পুলিশ।
আরও পড়ুন:
পুলিশকে দেখা গিয়েছে আন্দোলনকারীদের ধাক্কা দিতে দিতে এলাকা থেকে সরিয়ে দিতে। গ্রেপ্তার করা হয়েছে ১৭০ জন প্রতিবাদীকে। সেই সঙ্গে দাঁড় করিয়ে রাখা ট্রাকগুলিকেও সরানো হচ্ছে। কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলের সামনে রাস্তা ফাঁকা হয়ে গিয়েছে।
গত জানুয়ারি মাস থেকেই করোনার টিকাকরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে উত্তাল কানাডা। চলছে লাগাতার আন্দোলন।