কোভিডের ভ্যাকসিন (Covid 19 Vaccine) নিয়ে বিক্ষোভের জের। ঘর ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী (Canada Prime Minister) জাস্টিন ট্রুডো (Justine Trudeau)। সপরিবারে আশ্রয় নিলেন গোপন আস্তানায়।
শনিবার পার্লামেন্ট হিলের সামনে ভ্যাকসিন সংক্রান্ত ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। কোভিড ভ্যাকসিনের বিরোধিতায় রাজধানী অটোয়ায় বিক্ষোভে সামিল হয় লরিচালকরা। শনিবার হাজারের বেশি লরি নিয়ে পার্লামেন্ট হিলে বিক্ষোভকারীরা পৌঁছয়। তাঁদের দাবি, কোভিড ভ্যাকসিন যেন বাধ্যতামূলক না করা হয়। নাগরিকদের জন্য কোভিডের স্বাস্থ্যবিধিও তুলে দেওয়ার দাবি করে বিক্ষোভকারীরা।
১৫ জানুয়ারি থেকে কোভিড সংক্রান্ত একটি নিয়ম লাগু করে কানাডা সরকার। লরি নিয়ে কানাডায় আসতে হলে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক। আমেরিকাও লরিচালকদের জন্য একই নিয়ম চালু করেছে।এই নিয়ম মানতে নারাজ বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: ইজরায়েল থেকে পেগাসাস কিনেছিল মোদী সরকার, দাবি মার্কিন সংবাদপত্রের
পার্লামেন্ট হিলের সামনে প্রায় ১০০ জন বিক্ষোভকারীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করা হয়। এরপর বিক্ষোভকারীদের সামলাতে পার্লামেন্টের সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
ভ্যাকসিনের বিরোধিতা নিয়ে এর আগে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছিলেন, সংখ্যালঘু একটি অংশ কোভিড ভ্যাকসিনের বিরোধিতা করছেন।