অভ্যন্তরীণ পর্যটকদের জন্য কোয়ারান্টিনের (Quarantine) বিধিনিষেধ তুলে দিল চিন (China) । চিনে যখন কোভিডের বাড়বাড়ন্ত, তখন ঠিক এই সময় এমন সিদ্ধান্ত নিল সরকার । রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে । এর মাধ্যমে গত তিন বছরের সেলফ আইসোলেশন (China Quarantine) ব্যবস্থার অবসান ঘটল ।
গত ডিসেম্বরে নাটকীয়ভাবে জিরো কোভিড নীতি বাতিলের ঘোষণা করে চিন । জিরো কোভিড নীতিতে বাধ্যতামূলক ছিল কোয়ারান্টিন এবং লকডাউন । এই নীতির বিরুদ্ধে চিনের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয় । তারপরই কঠোর বিধিনিষেধ শিথিল করে চিন । যেসব নিয়ম শিথিল করা হয়, তার মধ্যে একটি হল কোয়ারানটিন । চিনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনে আগত অভ্যন্তরীণ যাত্রীদের জন্য কোয়ারাটিন তুলে দেওয়া হচ্ছে । কেউ করোনায় আক্রান্ত হলে বাড়িতেই থাকতে পারবেন । কোয়ারানটিন সেন্টারে যেতে হবে না । যদিও, কঠোর নীতি শিথিল করার পরই চিনে কোভিডের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে ।
আরও পড়ুন, Russia-Ukraine War: যুদ্ধ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ফের ইউক্রেনে হামলা চালাল রাশিয়া
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে, চিনে আগত সকল ব্যক্তিকে কেন্দ্র সরকারের ব্যবস্থাপনায় কোয়ারান্টিনে থাকতে বাধ্য করা হত । প্রথমে তিন সপ্তাহ থাকতে হত, তারপর গত বছরের গরমে তা কমে দাঁড়িয়েছে এক সপ্তাহে । গত বছরের নভেম্বরে ৫ দিন কোয়ারান্টিনে রাখা হতো । এবার সেই নিয়ম উঠে যাচ্ছে ।