আকাশে বেলুন পাঠিয়ে গুপ্তচরবৃত্তির (Spy Balloon) অভিযোগ। ফাইটার জেট থেকে মিসাইল ছুঁড়ে নামানো হয়েছে চিনা নজরদারি বেলুন। এবার এই ঘটনার তীব্র নিন্দা করেছে চিন (China)। জানিয়েছে, আমেরিকার (America) এই সিদ্ধান্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা।
গত কয়েকদিন ধরেই মার্কিন আকাশে নজরদারি বেলুন নিয়ে নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়েছে। চিন যদিও আগেই জানিয়েছিল, ওই বেলুন নজরদারি করছে না। শনিবার রাতে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ অনুযায়ী, চিনা স্পাই বেলুনকে মিসাইল ছুড়ে নামানো হয়েছে। চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে আমেরিকা।
আরও পড়ুন: প্রবল তুষারঝড়ে ব্যাহত টেক্সাসের জনজীবন, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, মৃত কমপক্ষে ১০
আমেরিকার আশঙ্কা, এই বেলুনটি আমেরিকার অনেক গোপন ঘাঁটির উপর দিয়ে ওড়ানো হয়েছে। দেশের অনেক নথিও চিনের হাতে এসেছে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ক্যারোলিনার উপকূলবর্তী আটলান্টিক মহাসাগরে বেলুনের ধ্বংসাবশেষ পড়েছে বলে খবর। তা সংগ্রহ করতে দক্ষ ডুবুরি নামিয়েছে মার্কিন সেনা। তাই বেলুনটি গুলি করে নামিয়েছে তারা। এবার চিনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তজাতিক অধিকার ও স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।