শ্রীভূমিতে নেমে এসেছে এক টুকরো রোম, কল্যাণী তে মালয়েশিয়ার টুইন টাওয়ার। কিন্তু সে সব তো পুজোর মণ্ডপে। কিন্তু এ যেন অবাক করা ঘটনা। সুদূর গ্লাসগোতে হচ্ছে দুর্গা পুজো! না সেও তো আকছারই হচ্ছে। বিদেশ বিভূঁইয়ের মাটিতে হচ্ছে মা দুর্গার আরাধনা। কিন্তু চার্চে দুর্গা পুজো? শুনেছেন কখনও? হ্যাঁ এ বছর গ্লাসগোর এক গির্জাতেই দুর্গা পুজো হচ্ছে।
গ্লাসগোর বাঙালিরা মিলে তৈরি করেছেন বঙ্গেএয় সাংস্কৃতিক পরিষদ। আজ থেকে নয়, দীর্ঘ ৪২ বছর ধরেই প্রবাসে অকাল বোধন উদযাপিত হচ্ছে। আর দুর্গা পুজোর জন্য গ্লাসগোর এক পুরনো গির্জাই ব্যবহার করা হয়ে থাকে প্রতি বছর। সম্প্রতি ভাইরাল হয়েছে গির্জায় দুর্গোৎসবের ছবি। হঠাৎ দেখলে মনে হবে বুঝি থিমের পুজো! কিন্তু না।
ধর্মীয় সম্প্রীতির এরকম ছবি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।