কানাডার (Canada) টরন্টোয় এক পথ দুর্ঘটনায় (Road Accident) পাঁচ ভারতীয় পড়ুয়ার (Indian Student) মৃত্যু। কানাডায় ভারতের হাই কমিশনার অজয় বিশারিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচ ভারতীয় পড়ুয়ার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদসংস্থা এএনআইয়ের (Ani) খবর, গত শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। ভোর প্রায় পৌনে চারটে নাগাদ পড়ুয়াদের ভ্যানের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি ট্র্যাকটরের সংঘর্ষ হয়।
কানাডার পুলিশ জানিয়েছে, নিহত ভারতীয়রা হলেন হরপ্রীত সিং, জসপ্রীত সিং, করণপাল সিং,মোহিত চৌহান এবং পবন কুমার।