ব্রিটেনের স্কটল্যান্ডে ভারতীয় হাইকমিশনর বিক্রম দোরাইস্বামীকে (Indian High Commissioner to UK Vikram Doraiswami) হেনস্থার ঘটনার চরম নিন্দা জানাল গ্লাসগো গুরুদ্বার (Glasgow Gurudwara )। ইতিমধ্যেই গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। এমনকি ভারতীয় হাই কমিশনারকে ফের আমন্ত্রণও জানিয়েছে ওই গুরুদ্বার।
এই বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে,'অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দেয়। তারা শিখ উপাসনালয়ের শান্তি ব্যাহত করেছে। এই ধরনের আচরণের ঘোর বিরোধী গুরুদ্বার। এই ঘটনার নিন্দা জানাই।'
আরও পড়ুন - ব্রিটেনেও খালিস্তানিদের তাণ্ডব, ভারতীয় হাইকমিশনারকে গুরুদ্বারে ঢুকতে বাধা
ব্রিটেনের স্কটল্যান্ডের ওই গুরুদ্বারে আমন্ত্রিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। কিন্তু সেখানে পৌঁছতেই উপস্থিত কয়েকজন খালিস্তানি সমর্থকরা তাঁকে থামিয়ে দেয়। দেওয়া হয় স্লোগানও। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা নিয়ে শোরগোল পড়েছে আন্তর্জাতিক মহলে।