অদ্ভুত এক ড্রাগের কবলে পড়েছে আমেরিকা। জাইলাজাইন নামে ওই ড্রাগের প্রভাবে জম্বির মতো আচরণ করছেন অনেকে। ওই ড্রাগ নিলে অত্যধিক হারে ঘুম পেতে শুরু করে, অবসাদে চলে যান অনেকে। শুরু হয় বেঘোরে হাঁটা। ত্বকে হঠাৎ করেই অনেক ক্ষত তৈরি হয়। অদ্ভুত এই ড্রাগের আক্রমণে দিশেহারা মার্কিন মুলুক।
নিউ ইয়র্ক পোস্ট জাইলাজাইনের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। একে 'ট্রাংক' বা জম্বি ড্রাগও বলা হয়। ফিলাডেলফিয়াতে এর প্রভাব সাংঘাতিক হারে বাড়ছে। স্যান ফ্রান্সিসকে লস অ্যাঞ্জেলেসেও বাড়ছে ড্রাগ সেবনের প্রবণতা। নিউইয়র্কের হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় আড়াই হাজারের বেশি নিউইয়র্কের বাসিন্দা এই মাদকের সেবনে মারা গিয়েছেন।
Madan Mitra: হৈমন্তীর সঙ্গে মদন মিত্রের সেলফি ভাইরাল, কী বললেন কামারহাটির বিধায়ক!
মানুষজন ড্রাগ নিয়ে অস্বাভাবিক ভাবে হাঁটাচলা করছেন, ঘোরের মধ্যে থাকছে। প্রায়শই চোখে পড়ছে এমন ছবি। রাস্তায় বিক্রি হচ্ছে জাইলাজাইন৷ সব মিলিয়ে পরিস্থিতি মোটেই সুবিধার নয়। জন্তু-জানোয়ারের ক্ষেত্রে চিকিৎসায় এই মাদকের ব্যবহার করা গেলেও মানুষের ক্ষেত্রে তা বিপজ্জনক বলেই জানিয়েছে মার্কিন