ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ হল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। তবে সেই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেয়নি ভারত৷ নয়াদিল্লির মতোই ভোটদানে বিরত থেকেছে প্রতিবেশী চিন।
ইউক্রেনের উপর রুশ সেনার হামলার বর্ষপূর্তিতে সেনা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। বিপুল সংখ্যাধিক্যে পাশ হয় প্রস্তাবটি। প্রস্তাবের পক্ষে ভোট দেয় রাষ্ট্রপুঞ্জের ১৪১ সদস্য। ৭ সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করে। ভারত এবং চিন-সহ ৩২টি দেশ ভোটদানে বিরত থাকে।
Man U Beats Barca : দুই ব্রাজিলিয়ানের দুরন্ত শট, বার্সাকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যান ইউ
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন, ভারত রাষ্ট্রপুঞ্জের সনদের মূল নীতিগুলি সমর্থন করে। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। দুই দেশের মধ্যে সংঘাতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন৷ বিপুল সংখ্যক মানুষ গৃহহীন হয়েছেন৷ তবে একই সঙ্গে ভারত মনে করে, এই প্রস্তাবে স্থায়ী শান্তি সুরক্ষিত করার বিষয়ে যে পন্থার কথা বলা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা আছে। তাই ভারত ভেটদানে বিরত থেকেছে।
চিন ভোটদানে বিরত থেকে রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে। একইসঙ্গে বেজিং মনে করে, পরমাণু অস্ত্র ব্যবহার কোনওমতেই উচিত নয়।