ইউক্রেনের (Ukraine Crisis) খারকিভ শহর (Kharkiv City) থেকে সব ভারতীয়কে সরে যাওয়ার নির্দেশ দিল ভারতীয় দূতাবাস (Indian Embassy)। বুধবার ইউক্রেনের সময় সন্ধে ছটার মধ্যে খারকিভে ঢুকে যাবে রাশিয়ান সেনা (Russian Military)। নিজেদের সুরক্ষার জন্য তড়িঘড়ি ভারতীয়দের শহর ছাড়ার নির্দেশ দূতাবাসের।
ভারতীয় দূতাবাস বুধবার টুইটারে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "খারকিভে থাকা ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা। নিজেদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এখনই খারকিভ ছেড়ে যান। পরিস্থিতির অবনতি হয়েছে।" দূতাবাসের নির্দেশ, ভারতীয়রা যেন খারকিভ ছেড়ে পেসোচিন, বাবায়ে, বেজলুডকার দিকে চলে যান।
আরও পড়ুন: ইউক্রেনে আরও এক ভারতীয় ছাত্রের মৃত্যু, মৃত চন্দন জিন্দাল পাঞ্জাবের বাসিন্দা
দূতাবাস তড়িঘড়ি নির্দেশিকা জারি করে ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকদের জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতে যেন খারকিভ ছেড়ে যায় তারা।