আবারও ভয়াবহ ঘটনা ঘটল মায়ানমারে। মহিলা, শিশু সমেত ৩০ জনেরও বেশি মানুষকে হত্যা করে তাদের পুড়িয়ে দেওয়া হয়েছে মায়ানমারের (Myanmar) কায়াহ রাজ্যে। এমনই অভিযোগ মানবাধিকার সংগঠনগুলির কর্মীদের।
নির্বিচারে খুন করার পাশাপাশি দেহ পুড়িয়ে দেওয়া অভিযোগও উঠেছে। মানবাধিকার কর্মীরা আঙুল তুলছেন মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে এই খবর প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
NASA: মহাবিশ্বের অজানা রহস্য জানতে হাবলের উত্তরসূরী জেমস ওয়েব টেলিস্কোপ পাঠাল নাসা
কায়াহ রাজ্যের হিপরুসো শহরে মো সো গ্রামের এই ঘটনা ঘটেছে। প্রতিনিধিরা ঘটনার প্রমাণ পেয়েছেন, দাবি সংগঠনের। শুধু তাই নয়, পুরুষ, মহিলা এমনকি শিশুদের পুড়িয়ে ফেলা মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি সংগঠনের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অমানবিক এবং বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।