রাজ্যে লগ্নি বাড়াতে বৃহস্পতিবার মাদ্রিদে দাদা-দিদি। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠকে বসতে চলেছেন লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে।
বুধবারই সস্ত্রীক দুবাই থেকে মাদ্রিদ পৌঁছেছেন সৌরভ। একই দিনে মাদ্রিদ পৌঁছেছেন মুখ্যমন্ত্রীও, বৃহস্পতিবার থেকে শুরু তাঁর কর্মসূচী।
Mamata Banerjee: রাজ্য প্রশাসনের শীর্ষপদে ব্যাপক রদবদল, একাধিক আমলারও দায়িত্ব পরিবর্তন
মুখ্যমন্ত্রীর সংগে বাংলার প্রতিনিধি দলে এসেছেন একঝাঁক শিল্পপতি। মমতা-সৌরভ ছাড়াও আজ সন্ধের লা লিগা প্রেসেডেন্টের সঙ্গে বৈঠকে থাকার কথা ইস্ট বেঙ্গল, মোহন বাগান এবং মহামেডান ক্লাব কর্তাদের।