চিনে ভয়াবহ ভূমিকম্প । কেঁপে উঠল উত্তর-পশ্চিম চিনের গানসু এবং কিংহাই প্রদেশ । জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২ । যদিও, আমেরিকার ভূসর্বেক্ষণ কেন্দ্র অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের ফলে ইতিমধ্যে সেখানে মৃত্যু হয়েছে অন্তত ১১০ জনের । বহু মানুষ আহত হয়েছেন ।
জানা গিয়েছে, নীয় সময় সোমবার রাত ১২টা নাগাদ কেঁপে ওঠে গানসু এবং কিংহাই প্রদেশ। ভূকম্পের কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে ১০০ কিমি দূরে মাটি থেকে মাত্র ১০ কিমি গভীরে । জোরালো ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতি হয়েছে চিনে । ভেঙে পড়েছে বহু বহুতল । চারিদিকে ধ্বংসস্তূপ । আর তার তলায় চাপা পড়ে রয়েছেন বহু মানুষ । ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ।
গানসু প্রদেশে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন বহু । পার্শ্ববর্তী কিংহাই প্রদেশের হাইডং শহরে ১১ জনের মৃত্যু । ১০০ জন আহত হয়েছেন । ইতিমধ্যেই ভূমিকম্পের ভয়াবহ কিছু সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।