লাফিয়ে বাড়ছে মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ২০০০ ছাপিয়েছে, আহতও হাজার দুয়েক। ধ্বংসস্তূপের তলায় আরও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। বাড়তে পারে মৃতের সংখ্যা।
সংবাদমাধ্যম এএফপির রিপোর্ট অনুযায়ী, উত্তর আফ্রিকার এই দেশ ভূমিকম্পপ্রবণ নয়। তাই বাড়িগুলিও ভূমিকম্প রোধ করার মতো পোক্ত নয়। মরক্কোর রাজা ইতিমধ্যে মহম্মদ সশস্ত্র বাহিনীকে বিপর্যয় মোকাবিলার কাজে লাগিয়েছেন। জোর কদমে চলছে উদ্ধারকাজ। মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল, দুবাই, জর্ডন থেকে মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
Morocco earthquake: ভয়াবহ ভূমিকম্প মরক্কোতে, মৃতের সংখ্যা বেড়ে ৬৩২, আহত ৩২৯ জন
শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। বিধ্বংসী এই কম্পনের জেরে ধুলিসাৎ হয়ে গিয়েছে UNESCO হেরিটেজ হিসেবে চিহ্নিত, ঐতিহাসিক মারাকেশ (Morocco earthquake) শহরকে ঘিরে থাকা লাল দেওয়াল। ভূমিকম্পের ফলে ঘরছাড়া অসংখ্য মানুষ।