আর্তেমিস ২ চন্দ্রাভিযানে অংশ নেবেন যে চারজন মহাকাশচারী, তাঁদের নাম ঘোষণা করল নাসা। এই মহাকাশচারীদের বলা হচ্ছে মানবতার ক্রু।
আর্টেমিস টু অভিযানে থাকবেন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ, তিনি মহিলাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ মহাকাশ যাত্রার রেকর্ডধারী। তিনি হতে চলেছেন চাঁদের মাটিতে পা রাখা প্রথম মহিলা। প্রথম বার চাঁদে পা রাখার পঞ্চাশ বছর পূর্তিতেই নাসা জানিয়েছিল, এ বার কোনও নারীর পা পড়বে চাঁদে। সোমবার সেই নাম ঘোষণা করে দিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
এছাড়া থাকবেন ভিক্টর জে গ্লোভার, গ্রেগরি রিড ওয়াইসম্যান। থাকবেন কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী জেরেমি রজার হ্যানসেন। অভিযানের কম্যান্ডারের দায়িত্বে থাকবেন ওয়াইসম্যান।
নাসা জানিয়েছে, আফ্রিকান আমেরিকান গ্লোভার পাইলটের দায়িত্ব সামলাবেন। কোচ এবং হ্যানসেনের কাজ মিশন স্পেশ্যালিস্টের। এই নভোচারীরা চাঁদের চারপাশে ঘুরবেন। এই অভিযান সফল হলে চন্দ্রপৃষ্ঠে মানুষের দীর্ঘমেয়াদি অবস্থানের পথ খুলে যেতে পারে।