শুক্রবার রাতে নেপালে ভয়াবহ ভূমিকম্প। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃত্যু কমপক্ষে ৬৯ জনের। আহত একাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
নেপালের এই ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাজারকোট জেলা। এই জেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।
নেপালের এই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও উত্তর ভারতের একাধিক এলাকাও। আচমকা ঘরবাড়ি দুলে ওঠে। অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।