WHO on Covid 19 pandemic: বিশ্বজুড়ে কমছে করোনা সংক্রমণ, কমছে মৃতের সংখ্যাও, জানাল WHO

Updated : Jun 09, 2022 14:24
|
Editorji News Desk

বিশ্বজুড়ে ক্রমশ কমছে করোনা (Covid 19 cases) সংক্রমণ। কমছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়া ছাড়া বিশ্বের আর প্রায় সবপ্রান্ত থেকেই এসেছে করোনার সংক্রমণ হ্রাসের (Covid cases fell everywhere) খবর। বুধবার সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করে এই কথা জানাল বিশ্বস্বাস্থ্য সংস্থা বা 'হু' (WHO)। সাম্প্রতিক সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করে হু (WHO) জানিয়েছে, করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে প্রায় ১২ শতাংশ পর্যন্ত। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা (Covid death) কমেছে অন্তত ২২ শতাংশ।

আরও পড়ুন: সংক্রমণ ১,০০০ ছাড়াতেই মাঙ্কিপক্স নিয়ে দেশগুলিকে সতর্ক করে দিল WHO

হু-এর (WHO) ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম গেব্রেয়েসাস গত জানুয়ারি মাসে শিখরে পৌঁছে যায় কোভিড সংক্রমণের এই হ্রাস পাওয়ার পরিসংখ্যানকে 'যথেষ্ট উৎসাহব্যঞ্জক ট্রেন্ড' বলে অভিহিত করেন। তবে, তার সঙ্গেই এই কথাটিও তিনি মনে করিয়ে দিতে ভোলেননি যে, করোনা এখনও যায়নি। বহু দেশ কোভিড-বিধি (Covid protocols) শিথিল করলেও এখনও 'গা-ছাড়া মনোভাব' দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরও জানান, ভ্যাকসিন (Covid vaccine)পর্যাপ্ত পরিমাণে থাকলেও তার চাহিদা অনেকটাই কমেছে। তিনি মনে করিয়ে দেন, ৬৮'টি দেশ তাদের জনসংখ্যার ৪০ শতাংশকে এখনও ভ্যাকসিন দিয়ে উঠতে পারেনি।

প্রসঙ্গত, মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণ ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। হু (WHO) প্রধান বলেন, "যে কোনও সময় একটা নতুন এবং আরও বিপজ্জনক কোনও ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তখন বহু মানুষই অরক্ষিত থেকে যাবেন"।  

গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৯ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। বাকি সব জায়গাতেই হ্রাস পেয়েছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমপ্রান্তে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ। বিশ্বের বাকি সব দেশেই গত সপ্তাহে হ্রাস পেয়েছে কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা।

হু-এর (WHO) আপৎকালীন অবস্থার প্রধান ডক্টর মাইকেল রায়ান বলেন, উত্তর কোরিয়াতে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 

উল্লেখ্য, ভ্যাকসিন ও করোনা সংক্রমণ সংক্রান্ত কোনও সহায়তাই হু-এর থেকে গ্রহণ করেনি উত্তর কোরিয়া। সেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা সম্বন্ধে কোনও তথ্যও নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে।

COVID 19 CASESWHOvaccine

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার