রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Russian president Vladimir Putin) ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরেই বৃহস্পতিবার রাজধানী কিয়েভ (Kyiv) সহ ইউক্রেনের (Ukraine) অন্যান্য বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানাল রুশ সেনাবাহিনী। পুতিনের (Vladimir Putin) ঘোষণার কয়েক মুহূর্ত বাদেই কেঁপে ওঠে ইউক্রেনের একের পর এক শহর। রাজধানী কিয়েভে বায়ুপথে লাল সতর্কতা (Air sirens in Kyiv) জারি করা হয়।
আরও পড়ুন: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৪,১৪৮ জন, মৃত্যু হয়েছে ৩০২ জনের
পূর্ব ইউক্রেনের সঙ্গে ইউক্রেনের সরকার 'অবিচার চালাচ্ছে' এই যুক্তিতে অনড় থেকে পুতিনের দাবি, পূর্ব ইউক্রেনের মানুষদের পাশে থাকার জন্য এই হামলা (Ukraine-Russia crisis) চালিয়েছে রাশিয়া (Russia invaded Ukraine)।
প্রসঙ্গত, ক্রেমলিন (Kremlin) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কিয়েভের (Kyiv) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য মস্কোর কাছে সেনা-সহায়তা চেয়েছিলেন পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা।
বৃহস্পতিবারের আক্রমণের সম্পূর্ণ তীব্রতা এখনও বাকি বিশ্বের কাছে স্পষ্ট না হলেও, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা (Dmytro Kuleba) এটিকে 'পুরোদস্তুর যুদ্ধ' (Ukraine-Russia crisis) বলে ঘোষণা করেছেন।