বিধ্বংসী দাবানলের আগুনে জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক হাজার বাড়ি, গাড়ি। বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছেছে যে, কাজে ফেরাতে হচ্ছে অবসরপ্রাপ্ত দমকলকর্মীদেরও। দাবানল ছড়িয়ে পড়ার পরে গোটা লস অ্যাঞ্জেলস শহর জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
তুমুল ক্ষতিগ্রস্থ হয়েছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা। ক্ষতিগ্রস্থ হয়েছে প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস এবং ম্যান্ডি মুরের মতো হলিউড তারকাদের বাড়ি। জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলেসের প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি।
দাবানল রুখতে প্রাণপণে চেষ্টা করে যাওয়া দমকলকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তিনি লেখেন, 'এই দাবানল রুখতে যাঁরা লড়াই করে চলেছেন, তাঁদের কুর্নিশ জানাই। রাত জেগে অনবরত যাঁরা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সাহায্য করে চলেছেন, আমি ধন্যবাদ জানাই তাঁদেরও।'