গাজার প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের তত্তাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বৃহস্পতিবার দেশে নববর্ষ উদযাপন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
জাতির উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণে, কাকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন এবং নববর্ষে সংযম ও নম্রতা প্রদর্শনের আহ্বান জানান।
তিনি জানান , "ফিলিস্তিনের গুরুতর উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, সরকার কর্তৃক নববর্ষের জন্য যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।"
Ayodhya Ram Mandir: রামমন্দিরের আশেপাশের বিস্তীর্ণ এলাকা 'মদ-মুক্ত' করা হবে, নির্দেশ যোগী সরকারের
তিনি বলেন যে ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ২১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯,০০০ শিশু মারা গিয়েছেন। সেই সংহতিতেই পাকিস্তানে উদযাপন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কাকার।