রবিবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনবার কম্পন অনুভূত হয়। পশ্চিম আফগানিস্তানের হেরাট শহরে ভূমিকম্প অনুভূত হয়।
গত শনিবার আফগানিস্তানে পরপর বড় মাপের কয়েকবার ভূমিকম্প হয়। সেসময় হেরাটে এই ভূমিকম্পের জেরে প্রায় তিন হাজার জনের মৃত্যু হয়েছে। এবং অন্তত ২ হাজার জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, হেরাট থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
Read More- ৪২ মিনিটে তিন বার ভূমিকম্প, আফগানিস্তানে মৃত কমপক্ষে ১৪
রবিবার ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহে ঘটে যাওয়া একাধিক ভূমিকম্পে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৯০ শতাংশই শিশু এবং মহিলা বলে জানানো হয়েছে।