কমলা হ্যারিস (Kamala Harris), প্রথম মহিলা মার্কিন ভাইস প্রেসিডেন্ট। একের পর এক সাফল্য ছুঁয়েছেন তিনি। মার্কিন মুলুকেই তাঁর বেড়ে ওঠা। শৈশব কেটেছে আমেরিকাতেই। কিন্তু আজও ভারতে দাদুর সঙ্গে কাটানো সুখস্মৃতি নিয়ে তিনি নস্টালজিক হয়ে পড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মার্কিন সফরে হ্যারিস জানান, ‘ভারতের ইতিহাস, দর্শন গোটা বিশ্বকে এক আলাদা মাত্রা দিয়েছে। ‘ প্রধানমন্ত্রীর সম্মানে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং কমলা আয়োজন করেছিলেন মধ্যাহ্ন ভোজনের।
West Bengal Weather Update: সারাদিন মেঘলা থাকবে আকাশ, জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে তাপমাত্রাও
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা ছোটবেলায় নিয়ম করে মায়ের সঙ্গে ভারত যেতেন। দাদুর সঙ্গে কাটানো সেইসব মুহূর্ত আজও তাঁর স্মৃতিতে স্পষ্ট। শুক্রবারই আমেরিকা সফর শেষ করে কাওরোর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।