ইউক্রেনে ২ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Putin)। শুক্র ও শনিবার ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এমনই জানিয়েছে, সংবাদ সংস্থা এএফপি।
রাশিয়ার ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক কিরিল অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করার অনুরোধ করেন। তাঁর আবেদনে সাড়া দিয়েই আগামী ২ দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। শুক্র ও শনিবার রাশিয়ায় অর্থোডক্স ক্রিসমাস (Orthodox Christmass)।
আরও পড়ুন: ছোট শহরগুলোয় ১ কোটি বাড়ি ফাঁকা! রাজধানী ছাড়লেই মোটা টাকা দিচ্ছে সরকার
গত বছর, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের মাটিতে প্রথম আক্রমণ করে রাশিয়া। ১ বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলেছে। ইউক্রেনের একাধিক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু মানুষ ঘর ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।