ক্রিসমাস উপলক্ষে যুদ্ধ বিরতির ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Putin)। কিন্তু কথা দিয়েও কথার খেলাপ করলেন। উৎসবের মরশুমে ৬ এবং ৭ জানুয়ারি মোট ৩৬ ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও, তার কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব ইউক্রেনে হামলা চালিয়েছেন রাশিয়া (Russia)।
এয়ার স্ট্রাইক চালিয়ে একের পর এক মিসাইল বর্ষণ করা হয়েছে ইউক্রেনে (Ukraine)। যা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। তাঁর কথায়, পুতিনের যুদ্ধ বিরতির ঘোষণা আদতে রাশিয়া ডনবাস এলাকায় সেনা মোতায়েন করে ইউক্রেনের দিকে আরও এগিয়ে আসার অজুহাত।
আরও পড়ুন- ছোট শহরগুলোয় ১ কোটি বাড়ি ফাঁকা! রাজধানী ছাড়লেই মোটা টাকা দিচ্ছে সরকার
রাশিয়ার ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক কিরিল অর্থোডক্স ক্রিসমাস। সেই উপলক্ষে ৬ এবং ৭ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করার অনুরোধ করেন। তাঁর আবেদনে সাড়া দিয়েই আগামী ২ দিন যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট।