ক্রিসমাসের আগে ইউক্রেনে (Russia-Ukraine) নতুন করে বিধ্বংসী হামলা চালাল রাশিয়া (Russia)। শুক্রবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিভে (Kyiv) একের পর এক মিসাইল আছড়ে পড়ে। প্রায় ৭০টিরও বেশি মিসাইল চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন (Ukraine)।
গত ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। প্রায় ৩০০ দিন ধরে জারি রয়েছে এই যুদ্ধ। কিন্তু এর আগে এত বড় মাপের রুশ হামলা হয়নি বলেই জানা গিয়েছে। শুক্রবার হামলার পর কিভে ইমারজেন্সি ব্ল্যাকআউট ঘোষণা করতে হয়েছে। যার প্রভাব পড়েছে শহরের জল সরবরাহ এবং অন্যান্য পরিষেবায়। শীতকালে প্রবল ঠাণ্ডা এবং তুষারপাতের মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের বিদ্যুৎ পরিষেবা।
আরও পড়ুন- ভাঙল অচলায়তন! ইরানের হিজাব বিরোধী আন্দোলনের বড় জয়, 'নীতি পুলিশ বাহিনী' সরাচ্ছে সরকার
ইউক্রেনের সরকারি সূত্র অনুযায়ী, রাশিয়ার এই মিসাইলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, ৭০টির বেশি মিসাইল হামলা চালানো হয়েছে। রাশিয়ার কাছে অনেক মিসাইল মজুদ রয়েছে। যা দিয়ে এরপরেও একাধিক বড় হামলা চালানো হতে পারে। যে কারণে তিনি পশ্চিমের দেশগুলিকে সাহায্য করার জন্য অনুরোধও করেছেন তিনি।