আকাশের রং তো সাধারণত নীল । কিন্তু, লাল আকাশ কি কখনও দেখেছেন ? গোধূলিবেলার যে লালচে আভা আকাশজুড়ে দেখা যায়, এ লাল কিন্তু ঠিক সেরকমও নয় । দেখলে মনে হবে যেন, কেউ লাল রং ছড়িয়ে দিয়েছে আকাশে । সম্প্রতি, তেমনই লাল আকাশের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মডিয়ায় । যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের । কোথায় ঘটেছে এমন ঘটনা ?
বুলগেরিয়ার আকাশেই দেখা গেল সেই প্রাকৃতিক লীলা । হ্যাঁ, প্রাকৃতিক রঙেই সেজেছে বুলগেরিয়ার আকাশ । কীভাবে এমন ঘটনা ঘটল ? এটা আসলে নর্দান -লাইটস । যাকে বলা হয় অরোরা বোরিয়ালিস । মুগ্ধ করা সৌন্দর্য্য । অনেকে তো এ ঘটনার সাক্ষ্মী থাকতে চলে যান নর্থ ইউরোপ । সবুজ ও লাল অরোরা দেখা গিয়েছে যুক্তরাজ্যের আকাশেও ।
কানাডার স্পেস এজেন্সি জানিয়েছে, বায়ুমণ্ডলে গ্যাসের সঙ্গে যখন ইলেকট্রন এবং প্রোটনের সংঘর্ষ হয়, ঠিক তখনই রঙিন আলো দেখা যায় আকাশে । শুধু লাল নয়, সবুজ, লাল, নীল ও গোলাপিও হতে পারে ষ