মহাকাশ গবেষণায় এক যুগান্তকারী ঘটনা। মহাশূন্যে থাকা গ্রহাণু থেকে সবচেয়ে বেশি পরিমাণে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরল মার্কিন মহাকাশ গবেশনা সংস্থা নাসার (NASA) মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’।
তার পৃথিবীর বুকে নেমে আসার লাইভ স্ট্রিম করেছিল নাসা। ‘ওসিরিস-রেক্স’ মাটি ছুঁতেই ২০১৬ সালে শুরু করা এই অভিযানকে সফল বলে ঘোষণা করা হল।
Chandrayaan 3: সূর্যের আলোয় কি ফের জেগে উঠবে চন্দ্রযান? ক্ষীণ আশা নিয়ে নজর ইসরোর
‘ওসিরিস-রেক্স’-এর কাজ ছিল পৃথিবীর সবচেয়ে কাছে থাকা গ্রহাণু বেন্নু (Bennu)। থেকে এক টুকরো পাথুরে ‘মাংস’ খুবলে নেওয়া। এই প্রথমবার বেন্নু গ্রহাণুর উপাদান সংগ্রহ করতে সফল হল কোনও মহাকাশযান। আগামী দেড়শ থেকে পৌনে দু’শো বছর পর পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে এই গ্রহাণু।