ভয়াবহ ভূমিকম্প জাপানে । জানা গিয়েছে, বুধবার ভোরে জোরালো কম্পন অনুভূত হয়েছে তাইওয়ানের রাজধানী তাইপেই । কম্পনের তীব্রতায় ইতিমধ্যেই ধসে পড়েছে বাড়ি-ঘর । সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি ভাইরাল । প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । এদিকে, দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করেছে জাপান প্রশাসন ।
জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা নাগাদ (ভারতীয় সময় রাত ১২টা) ভূমিকম্পে কেঁপে ওঠে তাইপেই । তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার মতে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২ । অন্যদিকে, জাপানের মেটেওরোলজিক্যাল এজেন্সির দাবি, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫।
ওকিনাওয়া দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করা হয়েছে । জাপান মেটেওরজিক্যাল এজেন্সির পূর্বাভাস, ৩ মিটার বা ৯.৮ ফুট উচ্চতা পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে । ইতিমধ্যেই ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ।