শুক্রবারের কাকভোরে ফের কেঁপে উঠল কাবুল। আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। আহত অনেকে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলেই আশঙ্কা কাবুল প্রশাসনের। স্থানীয় সময়ে সকাল সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এই বিস্ফোরণ হয়। মূলত শহরের পশ্চিম দিকে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিস্ফোরণ হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আছে পুলিশের বাহিনী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তালিবান সরকার জানিয়েছে, পড়ুয়াদের টার্গেট করে এই বিস্ফোরণ করা হয়েছে। কারণ, ওই বিশ্ববিদ্য়ালয় এদিন প্রবেশিকা পরীক্ষা চলছিল। তাই মনে করা হচ্ছে নিহতদের মধ্য়ে অধিকাংশ পড়ুয়া।
মূলত সংখ্য়ালঘু অধ্যুষিত এলাকায় এদিন এই বিস্ফোরণ হয়েছে। সাম্প্রতিক সময়ে কাবুলে এটা সবচেয়ে বড় বিস্ফোরণ বলেই সরকারি ভাবে দাবি করা হচ্ছে। কারণ, সরকার গঠনের পর থেকে আফগানিস্তানে এখনও শান্তি ফেরাতে পারেনি তালিবান সরকার।