তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। কেনেডি স্পেস সেন্টারের বোয়িং স্টারলাইনার এয়ারক্রাফটে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখার পরেই খুশিতে আত্মহারা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। আনন্দে নাচতে শুরু করেন সুনীতা, সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্পেস স্টেশনে নেমেই অন্যান্য নভোচারীদের জড়িয়েও ধরেন সুনীতা।
Passenger died: মর্মান্তিক, ভিড়ে ঠাসা ট্রেনে ঝুলতে ঝুলতে পড়ে গিয়ে মৃত্যু ২২ বছরের যুবকের
উল্লেখ্য, একমাস আগেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল, শেষ মুহুর্তে যাত্রা বাতিল হয়। এর আগেও তিনি মহাকাশে যাওয়ার সময় সঙ্গে রেখেছিলেন গীতা। সুনীতা জানিয়েছিলেন, তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দেওয়ার আগে কিছুটা কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাসে কোনও খামতি ছিল না।