ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর অভিযান-সঙ্গী বুচ উইলমার কবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন, তা এখনই বলতে পারছে না নাসা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৫ দিন পরে পৃথিবীতে ফিরতে পারেন তাঁরা৷ আবার ৯০ দিনও লাগতে পারে। নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
গত ৫ জুন নাসার মিশন স্টারলাইনার নিয়ে মহাকাশে রওনা দিয়েছিলেন সুনীতারা। কথা ছিল ২১ দিন পরেই ফিরে আসবেন তাঁরা। কিন্তু আচমকাই একটি দুর্ঘটনায় বদলে যায় পরিস্থিতি।
কয়েকদিন আগে 'রিসার্স’ নামে রাশিয়ার একটি কৃত্রিম উপগ্রহ বিস্ফোরণ হয় আর্ন্তজাতিক স্পেস স্টেশনের কাছে। তার ভাঙা টুকরো ছড়িয়ে পড়ে স্পেস স্টেশনের চারপাশে৷ এর ফলে স্টেশনের বাইরে বেরিয়ে ‘মিশন’-এর কাজ করতে পারছেন না সুনীতারা। বন্ধ আছে তাঁদের 'স্পেস ওয়াক'। শুধু তাই নয়, তাঁদের ফেরার পথেও ঝুঁকি রয়েছে। সেই কারণেই তড়িঘড়ি সুনীতাদের ফেরানোর কথা ভাবছে না নাসা।