সামনে এল আরও এক সংস্থায় কর্মী ছাটাইয়ের খবর। একধাক্কায় ৮০০ জনকে ছাঁটাই করতে চলেছে টাটা স্টিল। তবে আমাদের দেশে নয়, ইওরোপে।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইজমুইদেন প্ল্যান্ট থেকে ওই ৮০০ জনকে ছাঁটাই করার কথা চলছে। সংস্থার খরচ কমানোর জন্যই ছাটাই-এর সিদ্ধান্ত, জানিয়েছে সংস্থা।
ইজমুইদেন প্ল্যান্টেই ৯,২০০-র বেশি কর্মী কাজ করেন। ছাটাই করা ৮০০ জনের মধ্যে স্থায়ী এবং অস্থায়ী দু'ধরণের কর্মীই রয়েছেন।
কর্মী আছেন, তেমনই আছে ফুলটাইম কর্মচারীরাও।