তাঁর আসল নাম রক জোসে ফ্লোরেনসিও। উনবিংশ শতাব্দীতে তাঁর জন্ম হয় ব্রাজিলের সাও পাওলোতে। চোখ ধাঁধানো শরীরের অধিকারী মানুষটির উচ্চতা ছিল ৭ ফুট ২ ইঞ্চি। এই মানুষটিকে, যাঁর আসল পরিচয় ছিল 'ক্রীতদাস', মূলত ব্যবহার করা হতো মহিলা ক্রীতদাসদের সঙ্গে শারীরিক সম্পর্কের কাজে। তাঁদের সন্তান জন্মালে সেও ক্রীতদাস হয়েই কাজ করবে মালিকদের অধীনে, এই ছিল উদ্দেশ্য। মালিকরা এই কাজের জন্যই ব্যবহার করতো রক জোসে ফ্লোরেনসিও বা পাতা সেকা নামের মানুষটিকে। যাতে আরও বেশি সংখ্যক ক্রীতদাসকে নিজেদের জিম্মায় রাখতে পারেন তাঁরা। প্রতিদিন অন্তত ২০ জন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হতো তাঁকে।
তিনি যাতে সুস্থ সন্তান উৎপাদন করতে পারেন, তার জন্য সমস্ত ধরনের সুখাদ্য ও উপযুক্ত পানীয়ের ব্যবস্থা করা হতো মালিকের পক্ষ থেকে। পর্তুগিজ ভাষায় 'পাতা সেকা' নামের অর্থ যার পা খুব শুকনো।
বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন এই মানুষটি বহুবার পরাধীন অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু, পারেননি। অন্তত ২৪৯ জন সন্তানের জন্মের জন্য কাজে লাগানো হয়েছিল তাঁকে। ১৩০ বছর বয়সে এই মানুষটি প্রয়াত হন ১৯৫৮ সালে।