যুদ্ধ (War) কী শেষ হয় ! হয় আবার হয় না। তেমনই পরিস্থিতি ইউক্রেনের (Ukraine)। সেখানকার মানুষ রোজই ভাবেন, আজ শেষ হবে যুদ্ধ। কিন্তু আবার তা নতুন করে শুরু হয়। এর মধ্য ঘরছাড়া লক্ষাধিক মানুষ। ঘর হারিয়েছেন তারও বেশি। আর যাঁরা এখনও রুশ (Russia) আক্রমণের নিশানায় দাঁড়িয়ে, তাঁরা দিন গুনছেন।
তেমনই পশ্চিম ইউক্রেনের এই সিনেমা হল। এক সময় এই সিনেমা হলের সামনে লম্বা লাইন দেখা যেত। ইউক্রেনের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্বরা একদিন এই হলের মঞ্চে অভিনয় করতেন। আজ তা পরিণত হয়েছে যৌথ হেঁশেলে। খাবার তৈরি হচ্ছে। কেউ তৈরি করছেন রুটি, কেউ বা ভাত। এই সব খাবার তৈরি হচ্ছে দেশের সৈনিকদের জন্য। তাঁদের পেটে একমুঠো খাবার গেলে, তাঁরাও লড়াই করার সাহস পাবেন। এবং রুশ আক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করবেন।
আরও পড়ুন : চকোলেট তৈরি থেকে গ্রামবাসীর সঙ্গে নাচ; বেলিজ সফরে কেমব্রিজের ডিউক ও ডাচেস
১৫০ জন স্বেচ্ছাসেবক আশ্রয় নিয়েছেন পশ্চিম ইউক্রেনের এই সিনেমা হলে। তাঁরাই রোজ খাবার তৈরি করেন। আর যোগান দেন যুদ্ধক্ষেত্রে যাঁরা লড়াই করছেন তাঁদের কাছে। এই করেই দিন কাটছে ইউক্রেনের। কারণ, যুদ্ধ কী শেষ হয়। জানা নেই।