রাশিয়ার সামরিক অভিযানের (Russia Invention) পরও এখনও নিয়ন্ত্রণে আছে ইউক্রেনের শহর মারিউপোল (Mariupol City)। রবিবার এই শহরের একটি জিমে আশ্রয় নেয় কিছু ইউক্রেনিয়ান নাগরিক (Ukrainian Citizen)। তাঁদের মধ্যে অধিকাংশই ঘরহারা। ক্যাম্পে তাঁদের সঙ্গে আছে অনেক শিশুও। খাবার নেই, জল নেই। তার ওপর রুশ সেনাদের (Russian Army) একের পর এক মিশাইল আক্রমণ (Rocket Attack) চালাচ্ছে। ভয়ে তটস্থ হলেও একে অপরের হাতে হাত রেখে দিন কাটাচ্ছেন ইউক্রেনের এই বাস্তুহারা নাগরিকরা।
"ঈশ্বর করুন, যাতে কোনও মিশাইল এখানে হানা না দেয়। নিরাপদ বলেই সবাই এখানে আশ্রয় নিয়েছি", ছেলেকে কোলে নিয়ে জানালেন স্থানীয় স্বেচ্ছাসেবক এরভার্ড টভমাসিয়ান। রাশিয়ান সেনার আক্রমণ চলছে। তাই এই ক্যাম্পগুলিতে জল বা খাবার পাওয়া যাচ্ছে না। জেনারেটর চালানোর জন্য নেই গ্যাসোলিন। স্থানীয়রাই খাবার ও জল দিয়ে সাহায্য করছেন তাঁদের।
আরও পড়ুন: বিয়ারের বোতল দিয়ে বোমা তৈরি ইউক্রেনের, উড়িয়ে দেওয়া হয়েছে রাশিয়ান ট্যাঙ্কও
অধিকাংশ ক্যাম্পগুলো যেন ২০১৪ সালের স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। ওই অস্থির সময় রাশিয়ার বিচ্ছিন্নবাদী শক্তি মারিউপোলকে কিছুদিনের জন্য দখল করে নিয়েছিল। সেবার দোনেস্কে পালিয়ে গিয়েছিলেন এই শহরের মহিলা আন্না দেলিনা। তিনি জানান, "এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু এবার আমাদের সঙ্গে বাচ্চা আছে।"
তবুও এই পরিস্থিতিতে অধিকাংশ মানুষ এখনও ইতিবাচক আছেন। তাঁদের আশা, এই যুদ্ধ থামবে, তাঁদের শহর মারিউপোল তথা ইউক্রেনে শান্তি নেমে আসবে।