গায়ে সেনার পোশাক (Army Uniform)। কপালে তিলক (Tilak)। যুদ্ধক্ষেত্রে এভাবেই যাওয়ার অনুমতি মিলল। না, এই ঘটনা ভারতীয় সেনাবাহিনীর নয়। এমন অনুমতি দিল মার্কিন বায়ুসেনা (American Air Force)। এক ভারতীয় বংশোদ্ভুত (Indian Origin) এমনই এক দাবি করেছিলেন। তাঁকে মানা করেনি আমেরিকান সেনাকর্তারা।
ভারতীয় বংশোদ্ভুত মার্কিন ওই বায়ুসেনা কর্মীর নাম দর্শন শাহ (Darshan Shah)। ভায়োমিংয়ের এয়ারফোর্সের ঘাঁটি ফ্রান্সিস ই ওয়ারেনে মেডিকেল টেকনিশিয়ানের কাজ করেন। ২০২০ সাল থেকে সেনা প্রশিক্ষণে অংশ নেন দর্শন। তখন থেকেই ইউনিফর্মের সঙ্গে কপালে তিলক পরার আবেদন করেন তিনি। গত ২২ ফেব্রুয়ারি তাঁকে এই অনুমতি দেন মার্কিন সেনাকর্তারা।
আরও পড়ুন: যুদ্ধ যেন সার্কাস, উদ্বাস্তু-শিবিরে ট্র্যাপিজের খেলায় ইউক্রেনের কৈশোর-যৌবন
কেন ইউনিফর্মের সঙ্গে তিলক পরার আবেদন করেন দর্শন! তাঁর মতে, জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই ও যুঝে ওঠার পথ এই তিলক। তিনি জানান, এই তিলক তাঁকে পথ দেখাতে সাহায্য করে। এই দুনিয়ায় নিজের অস্তিত্ব বুঝতে সাহায্য করে তিলক।