ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্য যুদ্ধ চলছে। সেই আবহে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়া। ইরাক এবং সিরিয়ায় বিমান হানা চালানোর অভিযোগ উঠল আমেরিকার বিরুদ্ধে। জর্ডনের প্রত্যন্ত এলাকায় আমেরিকার সৈন্যদের উপর হামলা চালানো হয়। তার বদলা নিতে ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠনগুলির উপর হামলা চালানো হয়েছে বলে খবর।
কী জানিয়েছে আমেরিকা
এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিবৃতিতে জানিয়েছেন, শনিবার তাঁদের তরফ থেকে জবাব দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডো জানিয়েছে, ইরাক ও ইরানের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির উপর হামলা চালানো হয়েছে।
এই ঘটনার জেরে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও এবিষয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য পাওয়া যায়নি।