মনের মানুষকে নিয়ে পজেসিভনেস থাকে অনেকেরই। নিজের মনের মানুষকে অন্য কারও সঙ্গে হেসে কথা বলতে দেখলেও মাঝেমাঝে যে একটু আধটু ঈর্ষা বা অভিমান হয় না, তা নয়। তার জন্য টুকরো-টাকরা মান-অভিমান পর্ব চলাও খুব বিচিত্র নয়। কিন্তু, প্রেমিককে অন্য কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখে রাগে ঈর্ষায় তাঁর ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া? নাহ! এমনটা বোধহয় কেউই ভাবতে পারবেন না! কিন্তু, ঠিক এই ঘটনাই ঘটেছে আমেরিকার টেক্সাসে। অভিযুক্ত মহিলার নাম সেনাইডা ম্যারি সোতো। জানা গিয়েছে, ২৩ বছর বয়সি সেনাইডা রাতে প্রেমিককে যখন ফোন করেছিলেন, তখন অন্য কোনও এক মহিলা ফোন ধরেছিলেন। ব্যাস, আর একটাও শব্দ খরচ না করে রাত দুটো নাগাদ প্রেমিকের বাড়িতে গিয়ে সোজা আগুন ধরিয়ে দিলেন বসার ঘরের সোফায়। আগুন লাগানোর সেই ভিডিয়ো আবার প্রেমিককে ভিডিয়ো কল করেও দেখালেন। সোফা থেকে গোটা বাড়িতেই আগুন ধরে যায়, পুড়ে ছাই হয়ে যায় আস্ত বাড়ি।
যদিও, শুধুই আগুন লাগিয়ে দেওয়াই নয়। তাঁর প্রেমিকের বাড়ির লোকদের অভিযোগ, ফাঁকা বাড়ি থেকে কিছু জিনিস চুরিও করে নিয়েছেন সেনাইডা! গত সোমবার সেনাইডাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে সেনাইডা রাতে তাঁর প্রেমিককে ফেসটাইম করেছিলেন। সেই সময় অপর এক মহিলা ফোন ধরেন। অন্য মহিলার গলা শুনতে পেয়েই ফোন কেটে দেন সেনাইডা। তারপরই প্রেমিককে কড়া শাস্তি দেওয়ার জন্য ছক কষতে থাকেন তিনি।
তবে, তা যে এমন ভয়ঙ্কর ও বিচিত্র হবে, তা বোধহয় কেউই কল্পনা করতে পারেননি!