সবাইকে চমকে দিয়ে ইউক্রেনের মাটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার টুইট করে নিজেই একথা জানিয়েছেন বাইডেন। আর কয়েকদিন পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বর্ষপূর্তি, তার আগে কিয়েভে গিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সংস্থার খবর, ইউরোপ সফরে পোল্যান্ড যাওয়ার কথা ছিল বাইডেনের। মাঝপথেই ইউক্রেন ছুঁয়ে যান তিনি। বৈঠক করেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে।
মার্কিন প্রেসিডেন্টের এই সফরে অবাক ইউক্রেন সরকারও। প্রশাসনিক স্তর থেকে জানানো হয়েছে, জো বাইডেন আসবেন, এমন কোনও খবর আগাম তাঁদের কাছে ছিল না। তবে বাইডেনের কিয়েভ ঘুরে যাওয়ার ঘটনায় খুশি তারাও। ইউক্রেনের প্রেসিডেন্টকে পাশে নিয়েই গণতন্ত্র ফেরানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত বছরের ডিসেম্বরে তাদের পাশে থাকার অনুরোধ জানাতেই আমেরিকা সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নতুন বছরে হঠাৎ করেই ইউক্রেনে এসে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২৪ ফেব্রুয়ারি পূর্ণ হবে রুশ-ইউক্রেন যুদ্ধের এক বছর। তার আগে বাইডেনের এই সফরকে ভীষণই গুরুত্বপূর্ণ বলে দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।