পাকিস্তানে নিষিদ্ধ হল এক্স হ্যান্ডেল। বুধবার পাক সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি বিবৃতি পেশ করে বলা হয়, 'দেশের সার্বভৌমত্বের প্রতি মর্যাদা প্রদর্শনে ব্যর্থ এক্স হ্যান্ডেল'।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকেই মাইক্রোব্লগিং সাইটটি ব্যবহার করতে পারছিলেন না পাকিস্তানের সাধারণ নাগরিকরা। ইসলামাবাদ হাই কোর্টে দায়ের একটি মামলার শুনানিতে বুধবার পাক স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ‘মাইক্রো ব্লগিং সাইট’টির অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ। পাক স্বরাষ্ট্র সচিব খুররম আগা হাজির ছিলেন শুনানি পর্বে। এক্স নিষেধাজ্ঞার বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে সাংবাদিক এহতিশান আব্বাসি ইসলামাবাদ হাইকোর্টে ওই মামলা দায়ের করেছিলেন।
আরও পড়ুন - বাদশার বুকে বাটলার, ইডেনে ভাইরাল ছবি
পাক স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও জানানো হয়, পাকিস্তানের গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পাক গোয়েন্দাদের রিপোর্টেও দাবি করা হয়েছিল, দেশজুড়ে অশান্তি তৈরির চেষ্টা চলছে এক্স হ্যান্ডলের মাধ্যমে। সেই রিপোর্টও আদালতের সিদ্ধান্তের নেপথ্যে প্রভাব ফেলেছে বলে মত ওয়াকিবহালমহলের।