রাজ্যে বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে(Sonagachi) ঘটা করে পালিত হল ভাইফোঁটা । দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে এই ভাইফোঁটার আয়োজন করা হয় । এদিন, এখানে উপস্থিত ছিলেন টলি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়(Bhaswar Chatterjee) । এছাড়া, ফোঁটা নিতে আসার কথা রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের ।
দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে ২০০৪ সাল থেকে যৌনপল্লিতে ঘটা করে ভাইফোঁটা পালন করা হচ্ছে । তবে ২০১৮ সাল থেকে তা বন্ধ হয়ে যায় । এ বছর ফের ভাইফোঁটার আয়োজন করেছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি ।
Kanksa Baul Mela: ভাইফোঁটার ভোরে বাউলের মেঠো সুরে ঘুম ভাঙে বিদবিহারবাসীর
দুর্বার মহিলা সমন্বয় কমিটির সভানেত্রী বিশাখা দত্ত বলেন, "যত ভাই আছে, তাদের কপালে ফোঁটা দিয়ে আমরা বোনেরা তাদের দীর্ঘায়ু কামনা করছি । তাছাড়, যাদের ফোঁটা দিতে পারছি না , তাঁদের জন্যও শুভকামনা রইল ।"
অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, " এখন সুস্থ থাকার জন্য আশীর্বাদের খুব দরকার । তাছাড় কিছু ভালো কাজ করতে চাই । তার দিকেই আস্তে আস্তে এগোচ্ছি । যাতে আরও ভালো করতে পারি সেই আশীর্বাদ চাই । তাই সবমিলিয়ে আমার কাছে এই চন্দনের জায়গাটা খুব কাছের । "