কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে কৃষক সংগঠনগুলোর ডাকা ভারত বন্ধের ঠিক আগেই গলায় পাগড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক কৃষক। লুধিয়ানার ওই ৬৫ বছরের কৃষক টানা ১০ মাস ধরে ঘুলাল সীমান্তে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছিলেন।
স্থানীয় অন্যান্য কৃষকেরা সোমবার সকালে একটি পাইপ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ওই কৃষককে। মৃত কৃষকের স্ত্রীও কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত। টিকরি সীমান্তেও আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।