তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার আগেই দেশবাসীকে কোভ্যাক্সিন টিকা দেওয়ার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। এবার সেই তৃতীয় পর্যায়ের ট্রায়ালের নথিই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)–র কাছে জমা করল উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেক। ফলাফল নিয়ে এদিন বৈঠকে বসবে ডিসিজিআই–এর সাবজেক্ট এক্সপার্ট কমিটি। এখনও কোনও জার্নালে এই ট্রায়ালের নথি প্রকাশ করা হয়নি। নিয়ামক সংস্থার কাছে ট্রায়ালের নথি জমা করার পর এটাই দস্তুর। ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, এই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সংক্রমণের সম্ভাবনা ৮১ শতাংশ ক্ষেত্রে আর থাকে না।