আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই স্পষ্ট হবে ভবানীপুর (Bhawanipur assembly) বিধানসভার উপনির্বাচনের ফলাফল। মমতা বন্দ্যোপাধ্যায় কি সহজ জয় পাবেন? নাকি অঘটন ঘটাবেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল? জানা যাবে বেলা গড়ানোর আগেই।
গণনা ঘিরে কড়া নিরাপত্তা ভবানীপুরে। গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ৯টি থানার পুলিশকেও বিশেষ সতর্কবার্তা দিয়েছে লালবাজার।
Bhawanipur Bypoll: বিজয়মিছিলে 'না', কড়া নিরাপত্তা ভবানীপুরের গণনাকেন্দ্রে
গণনা শুরুর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। ফলাফল যাই হোক, ভোট পরবর্তী হিংসা রুখতে ব্যবস্থা নিক আদালত, এমনই দাবি তাঁর। চিঠিতে বিজেপি নেত্রীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে লাগামছাড়া সন্ত্রাস চালিয়েছে তৃণমূল।