কলকাতা পুরসভার(KMC Election 2021) ভোটগ্রহণ চলাকালীন সল্টলেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary) বাড়ি ঘিরে ফেলল বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। টুইটারে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল।
শুভেন্দুর বাড়িতে উপস্থিত বিজেপি নেতৃত্বের সঙ্গে বচসা হয় বিধাননগর পুলিশের(Bidhannagar Police)। রাজ্যে গণতন্ত্র নেই বলেও অভিযোগ করেন বিজেপি বিধায়করা(BJP MLA)।
শুভেন্দুর(Suvendu Adhikary) বাড়ি ঘেরাওয়ের ভিডিয়ো পোস্ট করে রাজ্যপাল জানিয়েছেন রবিবার সল্টলেকের বাড়িতে ২০ জন বিধায়ককে(BJP MLA) নিয়ে একটি বৈঠকে বসেছিলেন শুভেন্দু। বিকেলে ওই বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী দেখা যায়। বিধাননগর কমিশনারেটের(BIdhannagar Police) ডিসি (হেড কোয়ার্টার্স)-এর নেতৃত্বে পুলিশকর্মীরা বাড়ি ঘিরে ফেলেন।