করোনা সংক্রমণের উপর রাশ টানতে বিহারে বাড়ানো হল লকডাউনের মেয়াদ। রাজ্যে ১৫ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল। এ বার তার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। এর ফলে ২৫ মে পর্যন্ত রাজ্যে জারি থাকবে সম্পূর্ণ লকডাউন। বৃহস্পতিবার টুইট করে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অন্যদিকে, মহারাষ্ট্রেও বাড়ানো হয়েছে আংশিক লকডাউনের মেয়াদ। ১ জুন সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্রে আংশিক লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে লকডাউন চললেও প্রতিদিন ৪ ঘণ্টার জন্য জরুরি পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে সরকারের তরফে। পাশাপাশি ৫০ শতাংশ পরিবহন পরিষেবাও চালু রাখা হবে।