২০১৫ সালে তৃণমূলের ঝড়ের মধ্যেও কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন বিলকিস বেগম। কিন্তু এবার তাঁকে টিকিট দেয় দল। তারপরেই দলবদল করে তৃণমূলে যোগ দিলেন এই বামনেত্রী। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাজ ভালো লাগে তাঁর।
BJP: প্রচার শুরু তৃণমূল, বামের; প্রার্থী ঘোষণা নিয়ে নাজেহাল বিজেপি
ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাত ধরে সটান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বিলকিস। সিপিএম সমালোচনা করলেও বিলকিসের অবশ্য বক্তব্য, 'দিদির কাজ ভালোবাসি, তাই তৃণমূলে যোগ দিয়েছি।'